যেসব ফটোগ্রাফার বা ফটোগ্রাফি প্রিয় পাঠক এই লেখাটি পড়ছেন, তারা সবাই
কমবেশি ম্যাক্রো সম্পর্কে জানেন। আমি নিজেও যদিও বিশেষ কিছু জানি না।
নতুনদের জন্য একটু ডিটেইলস বলছি। নেট ঘাটাঘাটি করে সহজ ভাষায় যাটা পেলাম
সেটা হলো,


আশা করি এখন বোঝা গেছে।
যাই হোক, এবার আসল কথায় আসা যাক। এই ধরনের আকর্ষনীয় ছবি DSLR ক্যামেরা ছাড়াই তোলার একটি সহজ পদ্ধততি শেয়ার করার জন্যই এই পোস্ট।
শুরু করা যাক।
যা যা লাগবেঃ

যা যা করতে হবেঃ
লেজার লাইটের মাথা (যে প্রান্ত দিয়ে লেজার বের হয়) খুব সাবধানে খুলে ফেলুন। সফল ভাবে খুলতে পারলে নিচের ছবির মত অংশগুলো পাবেন।

প্রতিটা লেজারে একটি করে লেন্স পাবেন। লেন্স গুলো দেখতে এরকম।

এবার লেন্সটি নিচের ছবির মত চুলের ক্লিপের সাথে আটকে নিন।

ঠিক মোবাইলের ক্যামেরার উপর লেন্সটি বসিয়ে ক্লিপটি টেপ দিয়ে ব্যাকপার্টের উপর বসিয়ে নিন। ব্যাস। হয়ে গেল ম্যাক্রো লেন্স।

এখন ইচ্ছেমত যেকোন বস্তুর কাছে মোবাইল নিয়ে গিয়ে তুলুন ম্যাক্রো।
বিঃদ্রঃ অবশ্যই মোবাইলের ক্যামেরা যাতে বস্তুর একদম কাছে থাকে সেদিকে লখ্য রাখবেন। লেজারের লেন্সটির ক্ষমতা অনেক তাই ফোকাস দুরত্ব অনেক কম। যথেষ্ট কাছে নিয়ে না গেলে out of focus হয়ে যাবে।
আপনি চাইলে মোবাইলের জন্য লেন্স কিনেও ব্যাবহার করতে পারেন। বাহিরে থেকে আনাতে হবে। দাম প্রায় ১০-৫০$ এর মদ্ধে আছে। অনেকটা এরকম-

ইচ্ছে থাকলে কিনে দেখতে পারেন। আর না থাকলে আমার মতই বানিয়ে নিন।


আরো মজা দেখতে আপনার শরীরের যেকোন অংশের ত্বকের কাছে ক্যামেরাটি ফোকাস করুন। তারপর দেখুন। আপনার সুন্দর ত্বক আসলে কতটা রুক্ষ!
কয়েকটা উদাহরন দেইঃম্যাক্রো ফটোগ্রাফি খুবই কাছথেকে নেয়া ডিটেইল এর ছবি। ম্যাক্রো ছবির সাবজেক্ট অনেককিছুই হতে পারে..পোকামাকড় থেকে শুরু করে একটা জড়বস্তুর কোন একটা অংশের ক্লোজআপ।


আশা করি এখন বোঝা গেছে।
যাই হোক, এবার আসল কথায় আসা যাক। এই ধরনের আকর্ষনীয় ছবি DSLR ক্যামেরা ছাড়াই তোলার একটি সহজ পদ্ধততি শেয়ার করার জন্যই এই পোস্ট।
শুরু করা যাক।
যা যা লাগবেঃ
- একটি ক্যামেরা মোবাইল!
একটা খেলনা লেজার লাইট। (যেটা দিয়ে ছোট ছোট এমনকি বড় বড় খোকারা খেলে থাকেন) দোকান ভেদে ৫০-১০০ টাকা দাম। এরকম।
- একটা হেয়ার ক্লিপ আর সামান্য টেপ হলে ভালো হয়।

যা যা করতে হবেঃ
লেজার লাইটের মাথা (যে প্রান্ত দিয়ে লেজার বের হয়) খুব সাবধানে খুলে ফেলুন। সফল ভাবে খুলতে পারলে নিচের ছবির মত অংশগুলো পাবেন।

প্রতিটা লেজারে একটি করে লেন্স পাবেন। লেন্স গুলো দেখতে এরকম।

এবার লেন্সটি নিচের ছবির মত চুলের ক্লিপের সাথে আটকে নিন।

ঠিক মোবাইলের ক্যামেরার উপর লেন্সটি বসিয়ে ক্লিপটি টেপ দিয়ে ব্যাকপার্টের উপর বসিয়ে নিন। ব্যাস। হয়ে গেল ম্যাক্রো লেন্স।

এখন ইচ্ছেমত যেকোন বস্তুর কাছে মোবাইল নিয়ে গিয়ে তুলুন ম্যাক্রো।
বিঃদ্রঃ অবশ্যই মোবাইলের ক্যামেরা যাতে বস্তুর একদম কাছে থাকে সেদিকে লখ্য রাখবেন। লেজারের লেন্সটির ক্ষমতা অনেক তাই ফোকাস দুরত্ব অনেক কম। যথেষ্ট কাছে নিয়ে না গেলে out of focus হয়ে যাবে।
আপনি চাইলে মোবাইলের জন্য লেন্স কিনেও ব্যাবহার করতে পারেন। বাহিরে থেকে আনাতে হবে। দাম প্রায় ১০-৫০$ এর মদ্ধে আছে। অনেকটা এরকম-

ইচ্ছে থাকলে কিনে দেখতে পারেন। আর না থাকলে আমার মতই বানিয়ে নিন।



আমার তোলা ছবি

আরো মজা দেখতে আপনার শরীরের যেকোন অংশের ত্বকের কাছে ক্যামেরাটি ফোকাস করুন। তারপর দেখুন। আপনার সুন্দর ত্বক আসলে কতটা রুক্ষ!
0 মন্তব্য(গুলি):
Post a Comment