আমাকে ছিনুন

  আমার সম্পর্কে তেমন বলার কিছু নাই, আমি অতি সাধারণ মানুষ। আমি  পড়াশোনার পাশাপাশি কিছু সময় ব্লগিং এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি। সফটওয়্যার সম্পর্কে জানার খুব আগ্রহ থাকলেও এই বিষয়ে পড়াশোনা করতে পারিনি কিন্তু এখন নিজেকে একজন ভাল গ্রাফিক্স ডিজাইনার হিসাবে তৈরি করার চেষ্টায়  ব্যাস্ত।



আমার সম্পর্কে কিছু একটু জেনে রাখুনঃ

নাম             :
মোহাম্মদ রাজিব উদ্দিন 

জম্ন তারিখ       : ১৬ ফেব্রুয়ারী
জম্ন স্থান         : ফটিকছড়ি 
বর্তমান অবস্থান  : মতিঝিল, ঢাকা

পেশা            : গ্রাফিক্স ডিজাইনার 
কোম্পানি      : New Shahjalal Label Printers & Accessories


স্কুলঃ        : ফটিকছড়ি কর্নেশন মডেল উচ্হ বিদ্যালয় 
কলেজঃ      : ফটিকছড়ি মহাবিদ্যালয়, চট্টগ্রাম


প্রিয় খেলা       : দাবা/কার্ড, ব্যাডমিন্টন এবং ক্রিকেট

প্রিয় মুভি       : অ্যাকশান মুভি

শখ           : বই পড়া 

প্রিয় মানুষ     : আমার মা


এখন আমি একটা Accessories কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আছি
  পরিশেষে সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের বন্ধু হয়ে সারাজীবন থাকতে পারি।

খোদা হাফেজ

0 মন্তব্য(গুলি):

Post a Comment

Facebook Twitter Delicious Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review