
আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।আজকে আমি কিভাবে ব্লগারে (ব্লগস্পট) ব্যাক টু টপ বাটন (উইজেট) যুক্ত করতে হয় সেটাই শেয়ার করব।যারা জানেন তারা তো জানেনই তাই যারা জানেন না তাদের জন্য এই পোস্ট। প্রথমে বলে রাখি ব্যাক টু টপ বাটন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে ব্লগপেজ বা পোস্ট দেখতে দেখতে একদম নিচে নামার পর আবার স্ক্রল করে উপরে উঠতে ঝামেলা মনে হয় তাই এই বাটনটি যুক্ত করার ফলে আপনার ব্লগ ভিসিটররা সহজভাবে শুধু বাটনটি
তে ক্লিক করেই উপরে উঠতে পারবে আর উইজেটও আপনার ব্লগকে আরও সুন্দর করবে।
প্রথমে আপনার ব্লগারে লগিন করুন >> তারপর লেআউট থেকে একটি এইচটি এম এল/জাভাস্ক্রিপট যুক্ত করুন >> এবার জাভা স্ক্রিপটটিতে নিচের কোডটা কপি করে এনে পেস্ট করুন >> সবশেষে সেভ করুন। আপনার কাজ শেষ।
0 মন্তব্য(গুলি):
Post a Comment